গোলাপগঞ্জ থেকে ১ লক্ষ ১ হাজার জাল টাকার নোটসহ ২ প্রতারককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গ্রেপ্তারকৃত দুজন হলো- উপজেলার লামা চন্দরপুর গ্রামের মৃত আবদার আলীর ছেলে সিরাজ উদ্দিন (৭৪) ও মৃত আরফিজ আলীর ছেলে মো. রিয়াজ উদ্দিন (৫৪)।

শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ১১ টার দিকে মেজর মো. শওকাতুল মোনায়েম, সিনিয়র এএসপি নাহিদ হাসান এবং এএসপি ওবাইনের নেতৃত্বে র‍্যাব-৯ এর একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বুধবারি বাজার থেকে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ১০১টি ১০০০ টাকার জালনোট উদ্ধার ও জব্দ করা হয়।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানান- কোরবানী ঈদকে সামনে রেখে তারা বাজারে এই জাল টাকা ছড়াতে চেয়েছিল। বিশেষ ক্ষমতা আইনে র‍্যাবের মামলা দায়েরপূর্বক উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তার দুজনকে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

বিয়ানীবাজারে উদ্ধেগজনক হারে বাড়ছে করোনা রোগীর সংখ্যা, চিকিৎসা সেবা বিঘ্ন ঘটার আশঙ্কা