গোলাপগঞ্জে ২ কোটি ৯৩ লক্ষ টাকা ব্যয়ে ফুলবাড়ি আজিরিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার (৯ জুন) সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ।

এ সময় নুরুল ইসলাম নাহিদ বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। বর্তমান সরকারের আমলে শিক্ষাক্ষেত্রে আমুল পরিবর্তন এসেছে। শিক্ষার্থীদের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে করোনা মহামারীর কারণে সরকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছে। এজন্য শিক্ষার্থীদের ঝরে পড়ার কোনো কারণ নেই।

মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. জাকির হুসাইনের সভাপতিত্বে ও মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা এহসানুল হকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, গোলাপগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবির, জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন, জেলা শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রফিক আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আকবর আলী ফখর, মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ইব্রাহিম আলী, গভর্নিং বডির সদস্য মো. এমরান হুসেন, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক রেজা, শিক্ষক শায়েখ হুসাইন আহমদ ও পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সুমন আলী।

মাদ্রাসার ছাত্র সুফিয়ানুল করিম তানজিমের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন মাদ্রাসার সহকারী অধ্যাপক ফজর আলী।

এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জহির উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, গোলাপগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আলীম উদ্দিন বাবলু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রুমেল সিরাজ, সদস্য মাহতাব উদ্দিন জেবুল, আজমল হোসেন মনি, মাদ্রাসার গভর্নিং বডির সদস্য কামরান হোসেন, সামছুল হুদা, ফুলবাড়ি এলাকার মুরব্বি আরকান আলী, মখতার আলী, সুমেল চৌধুরী, মশুদ চৌধুরী, আবুল কালাম আজাদ প্রমুখ।

ফের বিয়ানীবাজার-চন্দরপুর সড়কে ধস!