গোলাপগঞ্জ উপজেলায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সম্বনিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশাল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুন) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম কবীর।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ, উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট এর যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট এর অতিরিক্ত পরিচালক জাহিদ হোসেন মোল্লা, উপজেলা প্যানেল চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর রহমান শাহিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন- ঢাকাদক্ষিণ সরকারি কলেজের অধ্যক্ষ আবদুর রহিম, এমসি একাডেমির অধ্যক্ষ সুজিত তালুকদার, আমুড়া ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ হাসিন আহমদ মিন্টু, শরিফগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান এম কবির উদ্দিন, কাউন্সিলর রুহিন আহমদ খান, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী, সাবেক সভাপতি অজামিল চন্দ নাথ, সহসাধারণ সম্পাদক জাহেদুর রহমান জাহেদ, সদস্য ফারহান মাসউদ আফছর সহ উপজেলার কর্মকর্তা, শিক্ষক, রাজনীতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মোহাম্মদ আলী আক্কাস।

কর্মশালায় সকলে বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে গোলাপগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য বিস্তারের কারণ অনুসন্ধান করেন এবং পরে নিয়ন্ত্রণের কর্মপরিকল্পনা নির্ধারণ করেন।