সিলেটের গোলাপগঞ্জে একটি কমিউনিটি সেন্টারকে ৮হাজার ও ৫জনকে মোট ৯শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. গোলাম কবির।

জানা যায়, মোট ৬টি মামলায় করোনা ভাইরাসজনিত বিস্তার রোধে সরকার কর্তৃক আরোপকৃত নিষেধাজ্ঞা অমান্য করে কমিউনিটি সেন্টার চালু রাখা এবং স্বাস্থ্যবিধি অমান্যের দায়ে গোলাপগঞ্জ চৌঘরী নামক স্থানে অবস্থিত ইসলাম ব্রাদার্স কনভেনশন হল এর পরিচালক মোঃ লিয়াকত আলী’কে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ৪১(১) ধারায় ৮ হাজার টাকা ও স্বাস্থ্য বিধি না মানায় দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় উপজেলা পরিষদ গেইটে দুই জনকে এবং হেতিমগঞ্জ বাজারে তিনজনকে বিভিন্ন অংকে সর্বমোট ৯শত টাকা জরিমানা করা হয়।

এসময় গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের একটি টীম সহযোগিতা করে।

মাথিউরা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুলের নির্বাচনী মতবিনিময়