গোলাপগঞ্জে ভ্রাম্যনান আদালতের অভিযান পরিচালনা করে বিভিন্ন প্রতিষ্টানে সাড়ে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। খবর শোনে শত শত দোকানের সাটার বন্ধ করে কেটে পড়েন ব্যবসায়ীরা। এ সময় ৪টি প্রতিষ্ঠানকে সাড়ে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

শনিবার (২৬ মে) বেলা ৩ টার দিকে গোলাপগঞ্জ চৌমুহনী ও উত্তর বাজারে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, গোলাপগঞ্জে রমজান মাস আসার পর থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করার খবর শোনে মুহূর্তেই দোকানপাট বন্ধ করে কেটে পড়েন ব্যবসায়ীরা।

অভিযানে উত্তর বাজারস্থ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, মেয়াদবিহীন দই রাখার অভিযোগে লাকী হোটেলকে ৫ হাজার টাকা, বনরাজ রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, ২ জন মাছ ব্যবসায়ীকে ১৫শত টাকা, জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শরীফুল ইসলাম।