গোলাপগঞ্জের ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের ভিজিএফের ২ লাখ ৭৮ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে ছিনতাইকারী চক্রের সদস্য সুমন আহমদকে (৩৪) মঙ্গলবার রাতে আটক করেছে পুলিশ। সুমন উপজেলার ফুলবাড়ি পূর্বপাড়া গ্রামের হাজী আব্দুর রহমানের ছেলে। বুধবার বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক শিবলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুমনকে আটক করা হয়। পরে ইউনিয়ন সচিব আব্দুল জব্বার তাকে সনাক্ত করেন। বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত সোমবার ভাদেশ্বর ইউনিয়নের সচিব আব্দুল জব্বার ইউনিয়নের জুলাই মাসের মৎস্য ও কৃষিজীবীদের ভিজিএফের ২লাখ ৭৮হাজার টাকা গোলাপগঞ্জ উপজেলা সদরের সোনালী ব্যাংকের গোলাপগঞ্জ শাখা থেকে উত্তোলন করে ইউনিয়ন পরিষদে যাওয়ার পথে রাঙ্গাডহর বাজারের পাশে দু’টি পালসার মোটরসাইকেল ব্যারিকেড দিয়ে ৪/৫ জনের ছিনতাইকারি টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।

এ ব্যাপারে ইউনিয়ন সচিব আব্দুল জব্বার অজ্ঞাতনামা ৪জনকে উল্লেখ করে মামলা দায়ের করেন।