গোলাপগঞ্জে হেফাজতের হরতাল চলাকালে পুলিশের উপর হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে ৩০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২৯ মার্চ) পুলিশ বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় এ মামলা দায়ের করে।


গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আইনী গোপনীয়তার কারণে মামলায় অন্তর্ভুক্তদের নাম পরিচয় প্রকাশ করেননি।

এর আগে গতকাল রোববার সারাদেশের ন্যায় গোলাপগঞ্জেও হেফাজতের হরতাল পালন করা হয়। হরতালের শেষ পর্যায়ে বিকেলে উপজেলা ও পৌর যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে বের হলে পুলিশের সাথে সংঘর্ষ হয়। এসময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে তারা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এ ঘটনায় পুলিশ-যুবদল-ছাত্রদলের ১০ জন আহত হয়েছেন।

উন্নয়নশীল দেশে উত্তরণ : বিয়ানীবাজারে দুই দিনব্যাপী উন্নয়ন মেলা সমাপ্ত