গোলাপগঞ্জে দ্বিতীয় করোনা রোগী শনাক্ত হয়েছেন একজন ২০ বছরের তরুনী। এ নিয়ে গোলাপগঞ্জে ২য় করোনা রোগী শনাক্তহয়েছেন।

সোমবার সকাল উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসকরা সংক্রমিত তরুণীর বাড়িতে গিয়ে পরিবারের অন্যান্য সদস্যদের নমুনা সংগ্রহকরেন। এছাড়া প্রশাসনের নির্দেশে আক্রান্ত তরুণীর বাড়ি লকডাউন এবং পরিবারের সকল সদস্যদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। করোনায় আক্রান্ত তরুনীর বাড়ী লক্ষীপাশা ইউনিয়নের জাঙ্গালহাটা গ্রামে। তাকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশন সেন্টারে  প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শাহিনুর ইসলাম জানান, আক্রান্ত তরুণী কিছুদিন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। সেখান থেকেই তার শরীরে করোনা সংক্রমণ হতে পারে। তার নমুনা ওসমানীর ল্যাবে পরীক্ষার পর রিপোর্ট প্রজেটিভ আসে।

এসময় আক্রান্ত তরুণীর বাড়িতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মশিউর রহমান, ডা. শাহ নেওয়াজ ও একদল পুলিশ।

‘এবি টিভি’র সর্বশেষ প্রতিবেদন-