গোলাপগঞ্জে হাইড্রোলিক হর্ণ বন্ধে আবারো অভিযানে নেমেছে গোলাপগঞ্জ মডেল থানার ট্রাফিক পুলিশ। বৃহস্পতিবার সকাল ১১টা সিলেট-জকিগঞ্জ সড়কের থানার সম্মুখে অভিযান পরিচালনা করে আরও ৪০টি হরণ অপসারণ করা হয়। এর আগে গত ১১আগস্ট অভিযান পরিচালনা করে ৫০টি অবৈধ হাইড্রোলিক হরণ অপসারণ করা হয়েছিল৷

পুলিশ জানায়, গোলাপগঞ্জ মডেল থানার টিআই দেলোয়ার হোসেনের নের্তৃত্বে সার্জেন্ট বিশ্বজিৎ সামন্ত, এটিএসআই আবু তাহের ও এটিএসআই হাফিজ, এস আই আল আমিন অভিযান পরিচালনা করে বাস, ট্রাক, কাভার্ড ভ্যান থেকে
মোট ৪০টি হাইড্রোলিক হর্ণ অপসারণ করেন।

এ ব্যপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইন-চার্জ হারুনূর রশিদ চৌধুরী অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ বন্ধে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ তৎপর রয়েছে। এর আগে ৫০টি এবং আজ ৪০টি হাইড্রোলিক হর্ণ অপসারণ করা হয়েছে। এসময় পুলিশের পক্ষ থেকে হাইড্রোলিক হর্ণ ব্যবহার না করার জন্য চালকদের সতর্ক করে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

যুগোপযোগী নারী শিক্ষায় আলো ছড়াচ্ছে কসবা বালিকা উচ্চ বিদ্যালয়