গোলাপগঞ্জে দুর্ধর্ষ ডাকাতিকালে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। এসময় ডাকাতদের এলোপাতাড়ি গুলিতে স্থানীয় ৫ জন আহত হন। গুলি ছুড়ে বাকি ডাকাতরা পালিয়ে যায়।

রোববার (১২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের মিশ্রপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার আনুমানিক রাত ৩টার দিকে বাড়ির গেইট ভেঙ্গে ৫/৬ জনের সংঘবদ্ধ একটি ডাকাতদল স্থানীয় জ্ঞান সেনের বাড়িতে ঢুকে। এসময় পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। জ্ঞান সেনের ছেলে দুলাল সেন (৪০) বাঁধা দিলে তাকে দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করে। এ সময় ঘরে সংরক্ষিত মালামাল লুটপাট চালায়। ডাকাতরা ঘরে থাকা নগদ ২ লক্ষ টাকা, ক্যামেরা, ১ হাজার কানাডিয়ান ডলার, ৫ ভরি স্বর্ণ লুট করে পালিয়ে যায়।

পরে ভোররাতে ডাকাতি শেষে সংঘবদ্ধ ডাকাতদল পশ্চিম দত্তরাইল জামে মসজিদে আশ্রয় নেয়। উক্ত মসজিদের ইমাম বিষয়টি স্থানীয় মহল্লাবাসীকে অবগত করলে স্থানীয়রা এগিয়ে এসে ডাকাতদলকে ঘিরে ফেলে। এসময় ডাকাতরা এলোপাথাড়ি গুলি ছুড়ে পালিয়ে গেলেও একজন গণপিঠুনির শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

ডাকাতদের গুলিতে আহতরা হলেন পশ্চিম দত্তরাইল গ্রামের মৃত সাহাবুদ্দিনের পুত্র দেলোয়ার হোসেন(২২), মানোয়ার হোসেন(২৪), একই এলাকার আতিব আলীর পুত্র সাইদুল ইসলাম (৪০), বকু মিয়ার পুত্র আরমান আহমদ (৩০), মনন আহমদের পুত্র দুলাল আহমদ (২৭)। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

গোলাপগঞ্জ মডেল থানার এসআই ফয়জুল করিম বলেন, এ ঘটনায় গণপিটুনিতে একজন নিহত হয়েছে।

বিয়ানীবাজারে টিকাগ্রহীতার সংখ্যা ৫০ হাজার ছাড়াল, এসএমএসের অপেক্ষায় ২৬ হাজার