বিগত কয়েক বছর ধরে গ্রামের অসহায় হতদ্ররিদ নিন্মআয়ের মানুষের দু:খ লাঘবে আর্থিক সহযোগিতা করে যাচ্ছে বিয়ানীবাজারের খাসাড়ীপাড়া গ্রামের প্রবাসীরা। পবিত্র রমজান মাসে চলমান করোনাভাইরাসের কারণে সৃষ্ট দুর্যোগকালেও অসহায় মানুষের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন তারা।

সোমবার দুপুরে খাসাড়ীপাড়া এলাকার হতদ্ররিদ নিন্মআয়ের ২’শটি পরিবারের মধ্যে আটা, তেল, চিনি, সেমাই, দুধ, চাপাতা, বিস্কুটসহ নিত্যপ্রয়োজনীয় পন্যের ফুড প্যাক বিতরণ করা হয়েছে।

নিজেরা দুর্যোগময় অবস্থায় থাকার পরও এলাকার মানুষের দুর্দিনে সহযোগিতার হাত প্রসারিত করে দেয়া খাসাড়ীপাড়া গ্রামের প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গ্রামবাসী।

গ্রামবাসী বলেন, চলমান করোনা সংকট মোকবেলায় সরকারের পাশপাশি তৃণমূল পর্যায়ে প্রবাসী ও ব্যক্তি-প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ দুর্যোগ কাটিয়ে উঠা সম্ভব।

খাদ্য সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন ব্যবসায়ী আক্তারুজ্জামান, হুসেন আহমদ, সমাজসেবক আব্দুল মুমিন, আব্দুল জব্বার, ব্যবসায়ী মিছবাহ উদ্দিন, ফয়জুল হক, আতিকুজ্জামান, বাবলু হোসেন, গ্রামের মুরব্বি ছওয়াব আলী, আব্দুল হান্নান, আতাউর রহমান, ব্যবসায়ী আসলাম হুসেন মনির, সমাজসেবক সুনাম আহমদ, তেরা মিয়া, ইমরান আহমদ, রিফাত জামান, রেদওয়ান আহমদ, শাহীন আহমদ, জাকির হোসেন, তরুণ সমাজসেবক মোহাম্মদ জুমন প্রমুখ।

দীর্ঘ সময় দোকান খোলা রেখে কাজ করতে চান বিয়ানীবাজারের দর্জি দোকানিরা