এবার কোরবানি হাটের আলোচিত বিশাল আকৃতির ষাঁড়গুলোর দুইটি বিয়ানীবাজারের। দুই তরুণ খামারির পালিত ষাঁড় এবার সিলেট তথা দেশের কোরবানি হাটের আলোচিত ষাঁড়দের মধ্যে অন্যতম। এরই মধ্যে খামারি সাহেদের ‘বিগবস’ ঢাকার গাবতলী হাটে অবস্থান করছে। আরেক খামারি মুক্তার ষাঁড় ‘বড়মিয়া’ কাল উঠবে বিয়ানীবাজারের কোরবানি হাটে।

ফ্রিজিয়ান প্রজাতির মুক্তার ষাঁড়টি তিন বছরে প্রায় ৫ফুট উচ্চতা ও ৯ ফুট দৈর্ঘের আকার ধারণ করেছে। বড়মিয়ার ওজন ২২ মণের বেশি। বৃহস্পতিবার বিয়ানীবাজার গরুর হাটে বিক্রি না হলে শুক্রবার সিলেটের বৃহৎ পশুর হাট কাজিরবাজার হাটে ষাঁড় তুলবেন মুক্তা।

তিনি জানান, আজ নিজ এলাকা মাথিউরা ঈদবাজারে ষাঁড়টি নিয়ে এসেছিলেন।মুহূর্তেই বড়মিয়াকে দেখতে কৌতুহলী মানুষের ভীড় জমে । মুক্তা ৮ লাখ টাকা দাম হাকিয়েছেন। তার ইচ্ছা বড়মিয়ার উচিত মূল্য এবার হাটে না পেলে আরো একবছর বড়মিযাকে নিজ খামোরে রেখে দেবেন।