প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে স্থবির হয়ে পড়েছে জনজীবন। এমন সংকটপুর্ণ মুহুর্তে বিয়ানীবাজারের শেওলা ইউনিয়নের কোনাশালেশ্বর গ্রামে লকডাউনে থাকা সাধারণ খেটে খাওয়া অসহায় মানুষের কথা বিবেচনা করে চৌধুরী কল্যাণ ট্রাস্ট এর অর্থায়নে গ্রামের হতদরিদ্র অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে কোনাশালেশ্বর যুবকল্যাণ সংস্থার একঝাঁক স্বপ্নবাজ উদ্যমী তরুনদের সার্বিক সহযোগিতায় খেটে খাওয়া ৮৫টি পরিবারে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা পৌছে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন চৌধুরী কল্যাণ ট্রাস্ট এর সদস্য ফজলে রফি চৌধুরী (ইরাদ,) কোনাশালেশ্বর যুবকল্যাণ সংস্থার সভাপতি ফাহাদ আহমেদ, সেক্রেটারি ফজলে শফি চৌধুরী (রিয়াদ), সাংগঠনিক সম্পাদক সালমান ছিদ্দিকি (সানী), কোষাধ্যক্ষ মৃদুল পাল, প্রচার সম্পাদক মোঃ কামরান হোসেন, অর্থ সম্পাদক সালমান আহমদ ক্রীড়া সম্পাদক শাহেদ আহমদ, সহ ক্রীড়া সম্পাদক জাবেদ আহমদ এবং সদস্য মাহিনুল ইসলাম সাগর, সুমন্ত পাল, প্রেমা নন্দ পাল, মারজান আহমেদ চৌধুরী, সুপ্ত পাল, শুভ্র পাল, বিপ্রপদ পাল।