ভারতের আসাম প্রদেশের করিমগঞ্জে কুশিয়ারা নাট্য উৎসবে মঞ্চনাটক পরিবেশন করতে বিয়ানীবাজার সাংস্কৃতিক কমাণ্ড। বিশ্ববীনা সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার তিনব্যাপী এ নাট্য উৎসব শুরু হবে ১১ ফেব্রুয়ারি। উৎসবের দ্বিতীয়দিন বিয়ানীবাজার সাংস্কৃতিক কমাণ্ড পরিবেশন করবে নাটক অন্তর বাউল।

বিয়ানীবাজার সাংস্কৃতিক কমাণ্ডকে তিনব্যাপী এ নাট্য উৎসবে আমন্ত্রণ জানিয়েছে করিমগঞ্জের বিশ্ববীনা সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা। তাদের সে আমন্ত্রণে সাড়া দিয়ে সাংস্কৃতিক কমাণ্ড ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ বাউল কমর উদ্দিনের উপর লেখা মাজহারুল হক পিন্টুর মঞ্চ নাটক অন্তর বাউল পরিবেশন করবে জানিয়ে নাট্যজন আব্দুল ওয়াদুদ বলেন, বিয়ানীবাজার সাংস্কৃতিক কমাণ্ড এর ব্যাপ্তি বাড়ছে। আমরা আগের চয়ে পরিণত হয়েছি নিজের কাজ দিয়ে।

তিনি বলেন, আগামীতে সাংস্কৃতিক কমাণ্ডের জন্য আরো নতুন নতুন সুখবর আসবে। আমরা ধারাবাহিতভাবে দেশ ও দেশের বাইরে কাজ করার সুফল পাচ্ছি। আশা করি করিমগঞ্জে কুশিয়ারা নাট্য উৎসবে দর্শকদের মন জয় করতে পারবো।

বিয়ানীবাজার সাংস্কৃদিক কমাণ্ড ছাড়াও সিলেটের নবশিখা নাট্যদল এ উৎসবের উদ্বোধনী দিয়ে নাটক পরিবেশন করবেন। তিন দিনের ৯টি নাট্য দল তাদের নাটক মঞ্চায়ন করবে। প্রত্যেকদিন মঞ্চস্থ হবে তিনটি নাটক।