বিয়ানীবাজার উপজেলার কুশিয়ারা নদীতে অপরিকল্পিতভাবে অনুমোদনহীন ড্রেজার দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদে দুবাগ ইউনিয়নবাসীর উদ্যোগে গতকাল রবিবার বিকালে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়নের খাড়াভরা বাজারে এ প্রতিবাদ সভায় ভুক্তভোগী এলাকারবাসীর সাথে জনপ্রতিনিধিসহ সমাজের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়্যারম্যান মুফতি মাও. শিব্বির আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুবাগ ইউনিয়নের সাবেক চেয়্যারম্যান মো. ওমর ফারুক, দুবাগ ইউনিয়ন আওয়ামীলীগ’র সাধারণ সম্পাদক তওফিক মাহমুদ চৌধুরী, পলাশ আফজাল প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, কুশিয়ারা নদীতে অপরিকল্পিতভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণে নদী ভাঙ্গনের শিকার হচ্ছে খাড়াভরা, গজুকাটা, সিলেটীপাড়াসহ ইউনিয়নের বেশ এলাকার বাসিন্দারা। অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে দুবাগ ইউনিয়নের ৫ টি জায়গায় নদী ভাঙ্গন দেখা দিয়েছে। নদী ভাঙ্গনের ফলে নদীর পার্শবর্তী এলাকার রাস্তা-ঘাট, ঘর-বাড়ি, মসজিদসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রতিবাদ সভায় থেকে ড্রেজার দিয়ে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন বন্ধ করার জন্য দাবি জানানো হয়।