কুলাউড়া থানা পুলিশের অভিযানে জাল টাকা উদ্ধারসহ কামরুল ইসলাম (২৬) নামে এক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাতে কুলাউড়া পৌর এলাকার মাগুরা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

কামরুল জুড়ী উপজেলার দক্ষিণ সাগরনালের আব্দুল মনাফের ছেলে।

থানা সূত্রে জানা যায়, কামরুল ও তার সহযোগী রাসেল জাল টাকার নোট আসল টাকার নোট হিসেবে কুলাউড়া বাজারের বিভিন্ন ব্যবসায়ী ও জনসাধারণের মধ্যে চালিয়ে প্রতারণা করে আসছিল। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওসি বিনয় ভূষণ রায়ের সার্বিক দিকনির্দেশনায় পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই মো. শাহ আলম ও এএসআই আবু আহমেদ সুজন সঙ্গীয় ফোর্সসহ কুলাউড়া পৌরসভাধীন মাগুরা গ্রামের আব্দুর রহমানের বাগান বাড়ির ভাড়াটিয়া রাসেল মিয়ার বসত ঘরে অভিযান পরিচালনা করে কামরুলকে গ্রেপ্তার করে।

এ সময় কামরুলের কাছ থেকে ৫ হাজার ৫ শত টাকার জাল নোট উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় জানান, কামরুলের সহযোগী পলাতক রাসেল মিয়াকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত কামরুলের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে শুক্রবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।