লকডাউনের কারনে চলমান পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া বিয়ানীবাজার উপজেলার কালাইউরা ও কানলী গ্রামের দুই শতাধিক অসচ্চল পরিবারে স্থানীয় খান পরিবারের পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

খান পরিবারের সদস্য, যুক্তরাষ্ট্রে বসবাসরত বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি পেনসিলভেনিয়া ইনক এর সভাপতি মাশুকুল ইসলাম খান, সামছুল ইসলাম খান, নজরুল ইসলাম খান,আলফাছ খান, নাসির উদ্দিন খান, আশুক উদ্দিন খান এবং এখলাছ খান এর অর্থায়নে বুধবার (২৮ এপ্রিল) এই খাদ্য সামগ্রী প্রদান করা হয়।

পরিবার প্রতি ২৫ কেজি চাল, ৫ কেজি করে পিয়াজ ও আলু, ২ কেজি করে ডাল ও সেমাই, ১ কেজি করে রসুন ও লবন এবং ২ লিটার করে সয়াবিন তৈল প্রদান করা হয়।

বিতরণকালে উপস্থিত ছিলেন খান পরিবারের সদস্য আয়ুব খান, একবার খান, জাকির হোসেন, জাবেদ আহমদ খান, আহমদ খানসহ অন্যরা।

উল্লেখ্য, এর আগেও বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি পেনসিলভেনিয়া ইনক এর সভাপতি মাশুকুল ইসলাম খানের ব্যাক্তিগত অর্থায়নে শতাধিক পরিবারে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

‘এবি টিভি’র সর্বশেষ প্রতিবেদন-