কানাইঘাট প্রতিনিধি। ১২ জানুয়ারি  ২০১৭।

কানাইঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে প্রথমবারের মতো একজন নারী ইউএনও নিয়োগ দেওয়া হয়েছে। ইসলামপন্থী রক্ষণশীল এলাকা হিসেবে পরিচিত এই উপজেলায় নারী অফিসারে পদায়ন হওয়ায় ব্যপক উৎসাহ দেখা দিয়েছে সাধারণ মহলে।

নতুন দায়িত্বপ্রাপ্ত তাহসিনা বেগম শুক্রবার কর্মস্থলে যোগদান করবেন। উপজেলা নির্বাহী অফিসার তারেক মোহাম্মদ জাকারিয়া সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলায় বদলী হওয়ায় নতুন ইউএনও হিসেবে তিনি এখানে যোগদান করছেন । এর আগে তিনি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় ইউএনওর  দায়িত্বে ছিলেন।

তাহসিনা বেগম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী সাহিত্যে অনার্স মাস্টার্স সম্পন্ন করেন। পরে বিসিএস কোয়ালিফাই করেছেন। তিনি দেশের বিভিন্ন জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনারের দায়িত্ব পালন করে উপজেলা পর্যায়ে সহকারী কমিশনার (ভূমি)’র দায়িত্ব পালন করেছেন। তার স্বামী মোঃ শহীদুল হক শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী কর্মকর্তা। তারা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের অধিবাসী।