কানাইঘাট উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে আবার কোথাও বেশ অবনতি হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে বানের পানি খুব ধীর গতিতে নামছে।

মঙ্গলবার সুরমার পানি বিপৎসীমার ১০৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এদিকে গত সোমবার (২০ জুন) মধ্যরাত থেকে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার দিঘীরপাড়, সাঁতবাক ও লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের একাংশে বন্যা পরিস্থিতির বেশ অবনতি হয়েছে। নতুন করে পানিবন্দি হয়ে পড়েছেন শত শত মানুষ। কানাইঘাট-দরবস্ত সড়কের নিচু অংশ দিয়ে পানির স্রোত প্রবাহিত হওয়ার কারণে এখনও সিলেটের সাথে কানাইঘাট উপজেলার যোগাযোগ বিচ্ছিহ্ন রয়েছে।

উপজেলার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, উঁচু এলাকার ঘরবাড়ি থেকে পানি কমলেও নিম্নাঞ্চলের হাজার হাজার বাড়ি-ঘর এখনও বন্যার পানিতে তলিয়ে আছে। প্রত্যন্ত অঞ্চল বন্যার পানিতে প্লাবিত হওয়ার কারণে গবাদি পশু নিয়ে চরম বিপাকে পড়েছেন মানুষজন। নিম্ন আয়ের মানুষ কর্ম হারিয়ে অনাহারে জীবন যাপন করছেন।

এদিকে বানভাসি মানুষের পাশে সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক দল, প্রবাসী ও ব্যক্তি উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।