কানাইঘাটে জাল নোট প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিমূলক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংক, সিলেটের আয়োজনে ও সোনালী ব্যাংক কানাইঘাট শাখার তত্ত্বাবধানে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জির সভাপতিত্বে ও সোনালী ব্যাংক কানাইঘাট শাখার সিনিয়র অফিসার ফখরুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী। সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন, সোনালী ব্যাংক কানাইঘাট শাখার ম্যানেজার (পিও) শুভ ব্রত শর্ম্মা।

বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ব্যাংক সিলেটের যুগ্ম পরিচালক রিসোর্স পার্সন জামাল উদ্দিন চৌধুরী, যুগ্ম ব্যবস্থাপক (ক্যাশ) আবু তাহির মোঃ হাবিবুল্লাহ, কানাইঘাট পৌরসভার মেয়র লুৎফুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম।

বক্তব্য দেন, বীরমুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সোনালী ব্যাংকের গ্রাহক মোঃ জাকারিয়া, গীতা পাঠ করেন সোনালী ব্যাংকের কর্মকর্তা নকুল সূত্রধর।

‌ নৌকায় যারা ভোট দেয় না তাদের কমিটিতে স্থান দেবেন না- বিয়ানীবাজারে নুরুল ইসলাম নাহিদ