‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় উৎপাদনশীলতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় সিলেটের কানাইঘাটে পালন করা হয়েছে জাতীয় উৎপাদনশীলতা দিবস।

এ উপলক্ষে শনিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রশাসনের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জীর সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মুনমুন নাহার আশার পরিচালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী রিয়াজ মাহমুদ, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সাংবাদিক আলা উদ্দিন, থানার সেকেন্ড অফিসার এসআই রনজিত দাস, ব্যবসায়ী সুলতান আহমদ সহ বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আলোচনা সভায় নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি বলেন, ‘বাংলাদেশ মধ্যমায়ের দেশে উন্নীত হয়েছে। গ্রাম পর্যায়ে উৎপাদনশীলতা বাড়লেই দেশকে নিয়ে দ্রুত উন্নত শিকড়ে পৌঁছা যাবে। কৃষি ক্ষেত্রে উন্নয়ন প্রযুক্তি ব্যবহার করার পাশাপাশি মানুষকে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান তিনি।’