উন্নতমানের বোরো উৎপাদনের লক্ষ্যে কানাইঘাট কৃষি সম্প্রসারণ অফিসের উদ্যোগে হাইব্রিড বোরো ধানের বীজ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় দিঘীরপাড় পূর্ব ইউপির আয়োজনে হলরুমে উন্নতমানের ধান উৎপাদনের লক্ষ্যে ৬শত কৃষকদের মাঝে ২ কেজি করে বীজ বিতরণ করা হয়।

বীজ বিতরণকালে উপস্থিত ছিলেন, দিঘীরপাড় ইউপির চেয়ারম্যান আলী হোসেন কাজল, কানাইঘাট কৃষি অফিসের কৃষি সম্প্রসারণ অফিসার হায়দর আলী, কৃষি উপ-সহকারী নজরুল ইসলাম, আজাদ মিয়া, ইউপি সদস্য এবাদ উদ্দিন, রমিজ উদ্দিন, জসিম উদ্দিন, বদরুল হক, গিয়াস উদ্দিন, আনসার ভিডিপি ইউপি কমান্ডার বশির উদ্দিন প্রমুখ।

বীজ বিতরণ অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল তাঁর বক্তব্যে বলেন, দেশে কৃষি বিপ্লবের জন্য প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় কানাইঘাট কৃষি অফিসের উদ্যোগে বীজ বিতরণ করা হলো পর্যায়ক্রমে কৃষকদের মাঝে অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হবে।