কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

লায়ন্স ক্লাব অব সিলেটের উদ্যোগে শনিবার দুপুর ১২টায় ঝিঙ্গাবাড়ি সিনিয়র ফাজিল মাদরাসার হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত একশত জন নারী-পুরুষের মধ্যে প্রতিজনকে নগদ এক হাজার টাকা করে মোট এক লক্ষ টাকা বিতরণ করা হয়।

রাজশাহী মেডিকেল কলেজের ১৯তম ব্যাচের আর্থিক সহায়তায় এবং লায়ন্স ক্লাব অব সিলেটের সার্বিক সহযোগিতায় এসব নগদ অর্থ বিতরণ করা হয়।

লায়ন্স ক্লাব অব সিলেটের প্রেসিডেন্ট-২০২১-২২ লায়ন মুহিতুর রহমান এমজেএফ’র সভাপতিত্বে ও সেক্রেটারী লায়ন আব্দুল্লাহ আল শেমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন- সিলেটের চিকিৎসক লায়ন ডা. এস.এম জামান চৌধুরী বাহার।

বিশেষ অতিথির বক্তব্য দেন- রাজশাহী মেডিকেল কলেজের ১৯তম ব্যাচের অন্যতম সংগঠক লায়ন ডাঃ এম.এ গফফার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- লায়ন ফজলুল বাসিত বেলাল, লায়ন হুমায়ুন কবির, লায়ন দেলোয়ার হোসেন প্রমুখ সহ স্থানীয় মুরব্বীয়ানগণ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই বিপদে বানভাসি মানুষের দুঃখ-কষ্টের এ দিনে মানবিক সাহায্য দিতে পেরে আমরা আনন্দিত।

বক্তারা নিজ নিজ অবস্থান থেকে সাধ্য মত মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।