সিলেটে প্রতিদিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। শুক্রবার (৩ জুলাই) সকাল পর্যন্ত সিলেট বিভাগে ৪ হাজার ৯৪৭ জন রোগীকে শনাক্ত করা হয়েছে। তবে শুক্রবার রাতে সিলেটের দুই ল্যাবের নমুনা পরীক্ষার ফলাফল আসলে এ সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে যাবে।

সবশেষ গত ২৪ ঘণ্টায় আরও ৮৬ জনকে শনাক্ত করা হয়। এর মধ্যে সিলেট জেলার ৫৭ জন, সুনামগঞ্জ জেলার ২৩ জন এবং মৌলভীবাজার জেলার ৬ জন রয়েছেন। এই সময়ে মৃত্যু হয়েছে দুইজনের। এর মধ্যে একজন সিলেট জেলার। অন্যজন মৌলভীবাজারের।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে শনাক্তদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২ হাজার ৬৮২ জন, সুনামগঞ্জে ১ হাজার ৩৭ জন, হবিগঞ্জে ৭২২ জন ও মৌলভীবাজারের ৫০৬ জন রয়েছেন।

করোনায় এ পর্যন্ত মারা গেছেন ৮১ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৬৩ জন, সুনামগঞ্জে সাতজন, হবিগঞ্জে ছয়জন এবং মৌলভীবাজার জেলায় পাঁচজন রয়েছেন।

করোনা আক্রান্ত ২৪০ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ১০৭ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৪৯ জন, হবিগঞ্জের হাসপাতালে ৭১ জন ও মৌলভীবাজারে ১৩ জন।

সিলেট বিভাগে ১ হাজার ৫৮৪ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ৪৮১ জন, সুনামগঞ্জের ৫৭৫ জন, হবিগঞ্জের ২৭২ জন ও মৌলভীবাজার জেলার ২৫৬ জন। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে সুস্থ ঘোষণা করা হয়েছে ৯৭ জনকে।

করোনায় বিয়ানীবাজারে কোরবানির পশু নিয়ে দুশ্চিন্তায় খামারিরা