সিলেট জেলায় ৩২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আজ শনিবার (১১ জুলাই) সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। নতুন শনাক্তদের নিয়ে সিলেট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৭৪ জনে।

নতুন শনাক্তদের মধ্যে সিলেট সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকার ২৮ জন, বিয়ানীবাজারের ১ জন, বিশ্বনাথের ১ জন, দক্ষিণ সুরমার ১ জন ও হাসপাতালে চিকিৎসাধীন ১ জন রয়েছেন। নতুন শনাক্তদের মধ্যে দুইজন চিকিৎসক ও আইনশৃঙ্খলা বাহিনীর দুইজন সদস্যও রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ সকাল পর্যন্ত সিলেট বিভাগে ৫ হাজার ৭৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। সিলেট ও সুনামগঞ্জে আজ নতুন করে আরও ৪৪ জন শনাক্ত হওয়ায় বিভাগে মোট শনাক্ত হলেন ৫ হাজার ৭৯৮ জন। করোনায় এ পর্যন্ত সিলেটে মারা গেছেন ৯৭ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ১৩৮ জন। বর্তমানে করোনা আক্রান্ত ২৪৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বিয়ানীবাজারে উদ্ধেগজনক হারে বাড়ছে করোনা রোগীর সংখ্যা, চিকিৎসা সেবা বিঘ্ন ঘটার আশঙ্কা