সিলেট ওসমানী মেডিকেল কলেজের ২য় তলায় স্থাপিত পিসিআর ল্যাব থেকে নমুনা পরীক্ষার পর শুক্রবার ৮৮ জন করোনা আক্রান্ত হয়েছেন।

ওসমানী হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় শুক্রবার (১৭ জুলাই) রাতে জানান, আজ ওসমানীর ল্যাবে মোট ২৮২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৮৮ জনের রিপোর্ট করোনা পজেটিভ। আক্রান্ত ৮৮ জন সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বাসিন্দা।

অন্যদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৩৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছেন। শুক্রবার (১৭ জুলাই) শাবির ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় এই ৩৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এদের মধ্যে ২২ জনই সিলেটের।

বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক এর সত্যতা নিশ্চিত করে জানান, শাবির ল্যাবে আজ সুনামগঞ্জ জেলার ১১৮ টি ও সিলেটের ৯৭ টি নমুনা সংগ্রহ করা হয়। তিনি জানান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে শনাক্ত হওয়া নতুন ৩৩ জনের মধ্যে সিলেট জেলার ২২ জন ও সুনামগঞ্জের ১১ জন বাসিন্দা রয়েছেন।

দেশের বৃহৎ কোরবানির গরু বিয়ানীবাজারের 'বিগবস'