বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস সংক্রমণ প্রাদুর্ভাবে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিয়ানীবাজার পৌর এলাকার কসবা-খাসা গ্রামের অসচ্ছল জনসাধারণের পাশে দাড়িয়েছে গোলাবশাহ সমাজকল্যাণ সংস্থা ইউএসএ। এ উপলক্ষে শুক্রবার (২২ মে) বিকাল ৪টায় গোলাবশাহ সমাজকল্যাণ সংস্থার কার্যালয়ে অর্থ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি বিয়ানীবাজার পৌরসভার মেয়র মোঃ আব্দুস শুকুর। পরে গ্রামের সমাজকর্মীদের সহায়তায় কসবা-খাসা গ্রামের অস্বচ্ছল কর্মহীন হয়ে পড়া ৮’শ পরিবারের মধ্যে উপহারস্বরুপ নগদ অর্থ পৌছে দেয়া হবে।

এসময় পৌর মেয়র মোঃ আব্দুস শুকুর বলেন, করোনা ভাইরাসের কারণে দেশ-বিদেশের সর্বত্র মানুষ সংক্রমণে আক্রান্ত। করোনার প্রাদুর্ভাবে ঘর থেকে বের হতে পারছেননা নানা শ্রেণীপেশার মানুষ। অনেকেই যখন স্বজন হারিয়ে শোকে কাতর এমন পরিস্থিতিতেও প্রবাসীরা আমাদের ভুলেননি। আমি সকল প্রবাসীদের আন্তরিক ধন্যবাদ জানাই, এ কঠিন সময়েও আমাদের অসহায় মানুষদের পাশে দাড়ানোর জন্য। আমরা আশা করব আগামীতেও যেনো এ ধারা অব্যাহত থাকবে।

গোলাবশাহ কিশোর সংঘের শিক্ষা সম্পাদক ছিদ্দিকুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল লতিফ, কসবা-খাসা গ্রাম কমিটির সদস্য আমিরুল ইসলাম ময়না, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি শাহাব রানা, পৌর কাউন্সিলর শাহাব উদ্দিন, গোলাবশাহ সমাজকল্যাণ সংস্থার সহ সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, আতিকুর রহমান, গভর্ণিংবডির সদস্য আবু আহমদ শাহেদ, সোয়েল আহমদ, সমাজসেবী আলম হোসেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোলাবশাহ কিশোর সংঘের সাধারণ সম্পাদক আকবর হোসেন লাবলু, বদরুল ইসলাম, স্বপন আফজাল, শহিদুল ইসলাম প্রমূখ।

এবিটিভির সর্বশেষ প্রতিবেদন-