প্রবাসী অধ্যুষিত এ উপজেলায় নতুন করে আরও ৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। গতকাল সিলেটের ওসমানী ল্যাবের নমুনা পরীক্ষায় পাঠানো ১৬জনের মধ্যে ৯জনের রিপোর্ট পজেটিভ আসে। মঙ্গলবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯ জন আক্রান্ত হওয়ার তথ্য প্রকাশ করে।

নতুন নয়জন নিয়ে উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪০ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫০জন এবং মারা গেছেন ৫জন। নমুনা সংগ্রহে ফি নির্ধারণ করায় নমুনার জট কমে আসায় ২৪ ঘন্টার মধ্য ফলাফল চলে আসছে।

দ্বিতীয় দিনের মতো উপজেলা স্বাস্থ্য বিভাগ করোনা পজেটিভ রোগীর নাম পরিচয় প্রকাশ করেনি। কিন্তু আইনী বাধ্যবাধকতা না থাকায় বিয়ানীবাজার নিউজ ২৪ সামাজিক সচেতনতার লক্ষ্যে আক্রান্তদের তালিকা সংগ্রহ করতে পারায় সেটি প্রকাশ করছে।

আক্রান্তরা হলেন, প্রাইম ব্যাংক পৌর শাখার গার্ড বেলাল আহমদ, পৌরসভার ফতেহপুর এলাকার সাব্বির আহমেদ, আলী আকবর, কবির আহমদ ও এমরান আহমেদ, বিজিবি সদস্যের শিশু কন্যা তাসনিম আহমদ, বিজিবি সদস্য মোঃ কামরুজ্জামান, মুড়িয়া ইউনিয়নের ছোটদেশ গ্রামের ময়নুল ইসলাম ও কুড়ারবাজারের খশির এলাকার নুরুন্নেসা বেগম।

বিয়ানীবাজারে করোনায় আক্রান্তদের পরিচয় গোপন রাখা হচ্ছে কার স্বার্থে?