বিয়ানীবাজারে ২৪জন করোনা সন্দেহভাজনের রিপোর্ট ‘নেগেটিভ’ এসেছে। গত ৮ জুন ও ৯ জুন এসব নমুনা সংগ্রহ করে ল্যাবে প্রেরণ করা হয় এবং ১৩ দিন পর সোমবার দুপুরে এসব নমুনা রিপোর্টের ফলাফল আসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বশীলদের কাছে। ২৪জনের নেগেটিভ প্রতিবেদন আসার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবু ইসহাক আজাদ।

নেগেটিভ প্রতিবেদন আসাদের নামের তালিকা প্রকাশ করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তারা হলেন- করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া আলতাফুন নেছা (৭৩), হাজী আব্দুল মুতালিব, আকসারা বেগম, জামাল আহমেদ, বাশার আহমেদ, সাহাব উদ্দিন,তাসমিয়া, মারজান আহমেদ, তাহমিদ হোসেন, স্বর্ণা বেগম, সায়েম, সুজন আহির, নাজমা বেগম, কয়েস আহমেদ, অলক কুমার নাগ, রেজাউল ইসলাম, শিরিনা আক্তার, সিয়াম, নিজাম উদ্দিন, মোঃ আল হেলাল, মাসুম আহমেদ, হাসনা বেগম, ডাঃ মুরাদে আলম ও মোঃ রকিবুল ইসলাম।

এদিকে, এ প্রতিবেদন লিখা পর্যন্ত বিয়ানীবাজার উপজেলায় ৫০জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ২জন এবং সুস্থ হয়েছেন ১২জন।

বৃষ্টির পানিতে জনদূর্ভোগ, তলিয়ে গেছে রাস্তাঘাট