বিয়ানীবাজার উপজেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা। প্রবাসী অধ্যুষিত এ উপজেলায় নতুন করে আরও একজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। শনিবার রাতে সিলেটের ওসমানী ল্যাবের নমুনা পরীক্ষায় বিয়ানীবাজারের একজনের করোনা পজেটিভ রিপোর্ট আসে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোয়াজ্জেম আলী খান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শনিবার রাতে ওসমানী ল্যাবের নমুনা পরীক্ষায় একজন ষাটোর্ধ্ব বৃদ্ধের করোনা পজেটিভ এসেছে। তিনি শুক্রবার শহীদ শামসুদ্দিন হাসপাতালে নমুনা দিয়েছিলেন। তার বাড়ি উপজেলার দুবাগ ইউনিয়নের দুবাগবাজার এলাকায়। তিনি বলেন, নতুন আক্রান্তের বাসস্থান শনিবার লকডাউন করা হবে। পাশাপাশি সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে।

আক্রান্ত ব্যাক্তির নাম মুশফিক আহমদ চৌধুরী (৬৫)। তিনি বর্তমানে সিলেট শহরে অবস্থান করছেন। স্বাস্থ্য বিভাগের সিটি কর্পোরেশনের দ্বায়িত্বশীলরা তাকে চিকিৎসা সেবাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

বিয়ানীবাজারে করোনা রোগী ১৪২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬২জন, মারা গেছেন ৬জন এবং ১জন পলাতক রয়েছেন।

বিয়ানীবাজারে উদ্ধেগজনক হারে বাড়ছে করোনা রোগীর সংখ্যা, চিকিৎসা সেবা বিঘ্ন ঘটার আশঙ্কা