বিয়ানীবাজারের তিলপাড়ায় করোনা দূর্গতদের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন ‘একাত্তর (৭১)। সংগঠনের সদস্যদের উদ্যোগে ও শুভাকাঙ্ক্ষীদের প্রচেষ্টায় চলমান করোনা দূর্যোগে তিলপাড়া ইউনিয়নের অসহায় ৭১টি নিম্ন আয়ের পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্যসামগ্রী পৌছে দেয়া হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান জানান, করোনা ভাইরাস প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া মানুষের ঘরে ঘরে প্রথম ধাপে ৭১টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী পৌছে দেয়া হয়েছে। দ্বিতীয় ধাপে আরোও ৭১টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌছে দেয়া হবে। এ দুর্যোগে সকল বিত্তবান ও দানশীলদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন সংগঠনের সহ সাধারণ সম্পাদক হিজবু্ল্লাহ আল তারেক, সাংগঠনিক সম্পাদক নিজামুল ইসলাম রেদওয়ান, অর্থ সম্পাদক ছাদেক হোসেন মুন্না, সহ প্রচার সম্পাদক ছিদ্দিকুর রহমান, অফিস সম্পাদক একবার হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক শাহিদুল ইসলাম শাহিন, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক আরিফ আহমেদ এমাদ, নির্বাহী সদস্য এমরান হোসেন, সংগটনের শুভাকাঙ্ক্ষী আব্দুল ওয়াদুদ, মো.আরিফুজ্জামান প্রমুখ।

‘এবি টিভি’র সর্বশেষ প্রতিবেদন-