করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ২১০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয় বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে পুরুষ ১৩১ জন এবং নারী ৭৯ জন। সবমিলিয়ে মৃত্যু পৌঁছেছে ১৭ হাজার ৫২ জনে।

এই সময়ের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১২ হাজার ৩৮৩ জনের শরীরে। এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ১০ লাখ ৫৯ হাজার ৫৩৮ জন। এর আগের ২৪ ঘণ্টায় রোগী শনাক্ত হয়েছিল ১২ হাজার ১৯৮ জন। ওই সময় মৃত্যু হয়েছিল ২০৩ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মোট ৪২ হাজার ৪৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। রোগী শনাক্তের হার ২৯ দশমিক ১৪ শতাংশ।

করোনা আক্রান্ত রোগীদের মধ্যে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ হাজার ২৪৫ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ লাখ ৯৭ হাজার ৪১২ জন।

ঢাকা বিভাগে গত ২৪ ঘণ্টায় ৬৯ জনের মৃত্যু হয়েছে করোনায়। খুলনা বিভাগে মৃত্যু হয়েছে ৪৬ জনের। চট্টগ্রাম বিভাগে মৃত্যু হয়েছে ৩৯ জনের, রাজশাহীতে ১৫ জন এবং রংপুর বিভাগে ১৪ জনের।

গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হওয়ার তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এরপর ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য জানানো হয়।

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে গত বছর থেকে এ পর্যন্ত কয়েক দফা লকডাউন ঘোষণা করেছে সরকার। সর্বশেষ পহেলা জুলাই থেকে চলছে কঠোর লকডাউন। তবে আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র এবার বিধিনিষেধ শিথিল করা হয়েছে।

দেশজুড়ে করোনা পরিস্থিতিতে বুধবার মন্ত্রিপরিষদের দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, ‘বুধবার মধ্যরাত থেকে ২৩ জুলাই পর্যন্ত বিধি-নিষেধ শিথিল থাকলেও করোনার সংক্রমণ রোধে এ সময়ের মধ্যে সর্বাবস্থায় মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করে সকাল কার্যক্রম পরিচালনা করতে হবে।’

প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের বিয়ানীবাজারের ৫৭টি পরিবার পেলো নতুন রাস্তা ও কালভার্ট