দেশের যেকোনো দুর্যোগময় সময়ে নিজ নিজ এলাকার মানুষের সাহায্যার্থে সবসময়ই এগিয়ে আসেন প্রবাসীরা। এ পথ ধরেই চলমান করোনাভাইরাস দুর্যোগে এবার আর্থিক সহায়তা নিয়ে বিয়ানীবাজার পৌর এলাকার শ্রীধরা-নবাং গ্রামের দূর্গত মানুষদের পাশে দাঁড়িয়েছে শ্রীধরা-নবাং জনমঙ্গল সমিতি ইউএসএ। দুই গ্রামের প্রায় ৭৬৩টি পরিবারের মধ্যে নগদ ১১ লক্ষ টাকার আর্থিক অনুদান বিতরণ করে সংগঠনটি। শনিবার সকালে শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ আর্থিক সহায়তা দুর্গতদের মধ্যে বিতরণ করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সবুর এর সভাপতিত্বে ও কসবা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল আলম সেলিমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীধরা নবাং শাহী ঈদগাহ কমিটি সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, বাজিদুর রহমান এন্ড সন্স ট্রাষ্ট এর পরিচালক বাজিদুর রহমান, বিশিষ্ট শিক্ষানুরাগী আহমদ মহসিন বাবর, সমাজসেবী হাজি আব্দুল মুকিত, রাজনীতিক খছরুজ্জামান খছরু, সমাজসেবী ও রাজনীতিক নোমান আহমদ, শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কবির আহমদ, রাজনীতিক ও সমাজসেবী আবু নাসের পিন্টু, পৌর কাউন্সিলর এমাদ আহমদ, হযরত সৈয়দ শাহ হাফিজিয়া মাদ্রাসার সহ সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল, সমাজসেবী গুলজার আহমদ রাহেল, শ্রীধরা জনমঙ্গল সমিতির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল হক, নবাং একান্ন সমিতির সাবেক সভাপতি ওয়াহিদুর রহমান টিপু, শিক্ষানুরাগী ও ব্যবসায়ী হাসান আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী এমদাদুর রহমান, যুবনেতা আফজাল হোসেন , যুবনেতা জাহিদ আহমদ রাজু, সাবেক ছাত্রনেতা ও প্রভাতী যুব সংঘ শ্রীধরার সাধারণ সম্পাদক কে এইচ সুমন, যুবনেতা হোসেন আহমদ, যুবনেতা সুমন আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী আমির হোসেন আলমগীর, শ্রীধরা-নবাং জনমঙ্গল সমিতি যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবু বকর রাজু।

অনুষ্ঠানে বক্তারা সংকটকালীন এই সময়ে দুর্গত মানুষের পাশে এগিয়ে আসায় যুক্তরাষ্ট্র প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দূর পরবাসে থেকেও দুর্যোগময় মুহূর্তে দেশের মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়ে দেয়ার এই মহৎ মানসিকতা নিঃসন্দেহে অনুকরণীয়। আর তাই হাজার মাইলের দুরত্ব ঘুচিয়ে প্রবাসীরা আগামীতেও দেশ ও দেশের মানুষের পাশে থাকবেন বলে আমরা আশাবাদী।

অন্যান্যের মধ্যে সভায় উপস্থিত ছিলেন সাবেক মেম্বার আব্দুর রউফ চুনু, রাজনীতিক ও সমাজসেবী খালেদ হোসেন, আবু বকর, পৌর মুক্তিযোদ্ধা কামান্ডার শহিদ আলী, বিশিষ্ট মুরব্বি মাহতাব উদ্দিন, মুক্তিযোদ্ধা সমির উদ্দিন, হাজি রজব আলী, শামসুল ইসলাম, সাবেক কমিশনার ফখরুল ইসলাম, কসবা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাহির আলী, সুরমান আলী, জলই মিয়া, নুরুল আলম, আপ্তাব আলী, হোসেন আহমদ, বিশিষ্ট সমাজসেবী আমান উদ্দিন, প্রভাতী যুব সংঘের সহ-সভাপতি হোসেন আহমদ, আব্দুল কাইয়ুম রাতুল, মাসুক উদ্দিন, সাইদুল ইসলাম, জাহেদ আহমদ, জামিল আহমদ,আশরাফুল হক রুনু, সাইনুল আবেদীন, আনোয়ার হোসেন মুন্না প্রমুখ।

করোনার কবলে বিয়ানীবাজারের প্রবাসীরা