করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটের নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী। সোমবার (৬ জুলাই) তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দক্ষিণ সুরমাস্থ বেসরকারি এ হাসপাতালে ভর্তি হন ৫৫ বছর বয়সী এ সঙ্গীতশিল্পী।

নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা পরিচালক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে। তিনি জানান, গতকাল কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে সিলেটের নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলেন জানান এ চিকিৎসক।

নিজের করোনা আক্রান্তেরর তথ্য নিশ্চিত করে সেলিম চৌধুরী বলেন, বর্তমানে সিলেটের নর্থ ইষ্ট মেডিকেল কলেজে চিকিতসা নিচ্ছেন। গতকাল তার রিপোর্ট পজেটিভ আসে। হাসপাতালে ভর্তি হওয়ার আগে গ্রামের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগরে ছিলেন।

মৌলভীবাজার জেলা সিভিল সার্জন ডা. তৌউহীদ আহমদ জানান, ২ তারিখ এবং ৩ তারিখের যে নমুনা ঢাকা পাঠানো হয় তার রেজাল্ট আসে গত রাতে। এতে কলগঞ্জ উপজেলায় ৬ জন আক্রান্ত হন।

বিয়ানীবাজারে পোল্ট্রি খামারের দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী