করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় ১১ এপ্রিল অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ (ইউপি) ও লক্ষ্মীপুর–২ সংসদীয় আসনের উপনির্বাচনসহ সব ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার ইসির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ভোট স্থগিত থাকবে। বৈঠক শেষে ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ৩১ মার্চ পাবনার সুজানগর পৌরসভার নির্বাচনে ভোট গ্রহণের দিন ছিল। ওই পৌরসভায় নির্বাচনের বিষয়ে আদালতের রায়ও ওই দিনই পাওয়া যায়। এ কারণে ৪ এপ্রিল শুধু ওই নির্বাচনে ভোট গ্রহণ করা হবে।

১১ এপ্রিল প্রথম ধাপে ৩৭১টি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন, লক্ষ্মীপুর-২ আসনে উপনির্বাচন হওয়ার কথা ছিল। এছাড়া ষষ্ঠ ধাপে ১১টি পৌরসভায় নির্বাচন এবং সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানের শূন্যপদের ভোট গ্রহণ হওয়ার কথা ছিল। করোনার সংক্রমণ ক্রমাগত বাড়তে থাকায় এসব নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করল ইসি।

বিয়ানীবাজার উপজেলার মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে ABtv'র কুইজ প্রতিযোগিতা, জিতে নিন আকর্ষণীয় পুরস্কার