বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব যুক্তরাজ্য জাতীয় পার্টি নেতা তাজুল ইসলাম চুন্নু’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন সাবেক বিরোধীদলীয় হুইপ ও সাবেক সংসদ সদস্য, জাতীয় পার্টির চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা সেলিম উদ্দিন।

তাজুল ইসলাম চুন্নু গত ৩রা জুন (রবিবার) যুক্তরাজ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এক শোক বার্তায় স্মৃতি চারণ করে সাবেক হুইপ সেলিম উদ্দিন বলেন, মরহুম তাজুল ইসলাম চুন্নু ভাই ছিলেন একজন সদালাপী ও স্বজন ব্যাক্তি। দীর্ঘ ত্রিশ বছর থেকে তাঁহার সাথে ছিল গভীর সম্পর্ক। আমার অত্যন্ত প্রিয় চুন্নু ভাই প্রতিনিয়ত যুক্তরাজ্যে ও বাংলাদেশে আমার খোঁজ খবর রাখতেন। আমার ভ্রাতৃতুল্য বন্ধু তাজুল ইসলাম চুন্নু চির বিদায় নিয়ে পরকালে পাড়ি জমিয়েছেন। মহান রাব্বুল আল-আমিন মরহুম চুন্নু ভাইকে ক্ষমা করে দেন এবং জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

ষষ্ঠ শ্রেণিতে ভর্তির বয়সের শর্ত ও লটারি স্থগিত, সরকারি হাইস্কুলে ভর্তির আবেদনের সময় বাড়ল ৭ দিন