মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের জালাল পুর গ্রামের শেখ লতিফুর রহমানে বসত ঘরে পাশ হতে একটি অজগর সাপ আটক করেছেন গ্রামবাসী। অজগর সাপটির দৈর্ঘ্য ১২ ফুট। বন বিভাগের লোকজন খবর পেয়ে সাপটি উদ্ধার করে রাজকান্দি রেঞ্জে নিয়ে আসে। ঘটনাটি ২০ জুন মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঘটে।

শেখ লতিফুর রহমান মাষ্টার জানান, সকাল বেলা বসত ঘরের পার্শ্বের সুপারি গাছে নিচে কালো রঙ্গের স্তপ দেখতে পেয়ে এগিয়ে গিয়ে দেখেন বিশাাল আকারে অজগর সাপটি সুপারি গাছকে পেচিয়ে আছে। চিৎকার করলে গ্রামবাসী ছুটে আসেন। গ্রামবাসীর সহযোগীতায় অজগরটিকে আটক করে একটি বস্তার ভিতরে রাখা হয়। পরে স্থানীয় রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা আব্দুল আহাদকে খবর দিলে তিনি বন বিভাগের লোকজনকে পাঠিয়ে অজগর সাপটি উদ্ধার করে রেঞ্জে নিয়ে আসেন।

রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা আব্দুল আহাদ অজগর সাপ আটকের বিষয়টি স্বীকার করে বলেন, সাপটির দৈঘ্য প্রায় ১২ ফুট লম্বা। সাপটিকে পরবর্তীতে বনে অবমুক্ত করা হবে।