যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ডালাস ইউনাইটেড ব্যাডমিন্টন এসোসিয়েশনের আয়োজনে ৩য় ডিএমভি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী সম্পন্ন হয়েছে। ডিএমভি ব্যাডমিন্টন স্কোয়াডের সার্বিক সহযোগিতায় রোববার (১৮ জানুয়ারি) দুপুর ১টায় নর্থদান ভার্জিনিয়া ব্যাডমিন্টন ক্লাবে এ ফাইনাল খেলা ও পুরষ্কার বিরতণী অনুষ্ঠিত হয়।

দুই ক্যাটাগরির এ টুর্নামেন্টে ২৮টি দল অংশগ্রহণ করে। ফাইনালের বিগিনার ক্যাটাগরিতে মাসুদ আহমদ-সুজন তালুকদার জুটি চ্যাম্পিয়ন, আব্দুস-মুনিম জুটি রানার্স আপ ও আনাস-মামুন জুটি তৃতীয় হয়েছেন। ফাইনালের প্রিমিয়ার ক্যাটাগরিতে ইমরান হোসাইন-জাকারিয়া টাইগার জুটি চ্যাম্পিয়ন, তাহের-খায়ের জুটি রানার্স আপ ও রঞ্জিত-শাহ জুটি তৃতীয় হয়েছেন।

খেলা শেষে বিজয়ী দলগুলোর হাতে পুরষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন ডালাস ব্যাডমিন্টন এসোসিয়েশনের স্পোর্টস ম্যানেজার বিজন সিংহ, ফেয়ারওয়ে মর্গেজের স্বত্তাধিকারী দিলাল আহমদ, এডামস সেন্টারের প্রেসিডেন্ট আহসানুল্লাহ, বিদেশ ফাউন্ডেশনের কর্মকর্তা মীর আলী বাপ্পী, ডালাস এসোসিয়েশনের সদস্য মুরাদ হোসাইন, মোস্তাক হোসেন, মোহাম্মদ বাছিত, রাসেল শরীফ, রবিউল কারীম, আসিফ আলম, নসের রহমান, মারজানুল হক, জাবের হোসাইন, মাহবুব মুর্শেদ, মিলন আবেদীন, ডিএমভি ব্যাডমিন্টন স্কোয়াডের প্রতিষ্ঠাতা সোহেল আহমদ, ফারদিন ফারহান, নাবিল রহমান, নিউইয়র্কে বাসিন্দা শাবলু আহমেদ, আলম, বাদশাহ, মৌলা প্রমুখ।

টুর্নামেন্টের মিডিয়া কাভারেজের দায়িত্বে ছিলেন শাহরিয়ার উদ্দিনের এবিবিসি নিউইয়র্ক।

উল্লেখ্য, বিয়ানীবাজারের বাসিন্দা, ওয়াশিংটনের ইন্টারস্টেইট ট্যাক্স এক্সপোর্টসের স্বত্বাধিকারী সোহেল আহমেদ গত ২০১৭ সালে ডিএমভি ব্যাডমিন্টন স্কোয়াড নামের একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। এ ব্যাডমিন্টন স্কোয়াড প্রতিবছরই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বসবাসরত বাংলাদেশিদের নিয়ে একটি ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করে। এ বছরের মধ্যে বিয়ানীবাজার উপজেলার সুবিধাবঞ্চিত এলাকায় এ ব্যাডমিন্টন স্কোয়াডের সদস্যরা একটি চক্ষু শিবিরের আয়োজন করবে।