টি-২০তে নখ দন্তহীন তকমা গোছাতে শুরু করেছে টাইগাররা। ২০ ওভারের খেলায় পুঁচকে আফগানিস্তানের কাছে সিরিজ হারলেও জিতেছে এ ফর্মেটের সবচেয়ে বিপদজনক দল ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে। দুর্দান্ত খেলে সিরিজ জিতেছে সাকিব বাহিনী।

প্রথম ম্যাচ বড় রান করতে ব্যর্থ হওয়ায় সাকিবরা খুব সহজে হেরে যায়। দ্বীপকুঞ্জ থেকে ম্যাচটি আমেরিকার ফ্লোরিডায় ফিরলে টাইগারদের ব্যাটবল গেলে উঠে। ফ্লোরিডার গ্যালারিও হয়ে উঠে এক খন্ড বাংলাদেশ।

চেনা দর্শকদের সামনে জ্বলে উঠেন তামিম, সাকিব, লিটনরা। ২ য় ম্যাচে ১২ রানের জয়ের ব্যবধান শেষ ম্যাচে আরও বেড়েছে। লিটনের ৬১, রিয়াদের ৩৯, সাকিব ২৪ ও তামিমের ২১ রানে দলীয় সংগ্রহ ৫ উইকেটে ১৮৪ রান। জবাব দিতে নেমে মোস্তাফিজের তোপে পড়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় রাসেলরা। সপ্তম ব্যাটস্ ম্যান হিসাবে আউট হওয়ার আগ পর্যন্ত রাসেল স্বপ্ন দেখাচ্ছিলেন ইন্ডিজদের। রাসেলের উইলো থেকে আসে ২১ বলে ৪৭ রান। মোস্তাফিজের বলে মুড় অনে আরিফের হাতে ক্যাচ দিয়ে রাসেল সাজ ঘরে ফেরেন। তার আউটের পর বৃষ্টি নামে। ১৭,১ ওভারে ৭ উইকেট ১৩৪ তুলে ইন্ডিজ। বৃষ্টি আইনে ১৯ রানে ম্যাচ জিতে সাকিবরা। এ জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে বাংলাদেশ।