নিউইয়র্কের ওজনপার্কে লায়ন্স ক্রিকেট ক্লাব এর আয়োজনে একদিনের টিউডার পার্ক সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত। গত সোমবার ১২ আগস্ট স্থানীয় টিউড়ার পার্কে দিনব্যাপী এই টুর্নামেন্টর খেলা অনুষ্ঠিত হয়‌। টুর্ণামেন্টে ১২টি টিম অংশগ্রহণ করে। নিউইয়র্কে বসবাসরত বিয়ানীবাজার ও আশপাশ এলাকার তরুণদের ক্রিকেট সংগঠন লায়ন্স ক্রিকেট ক্লাব এ টুর্নামেন্টের আয়োজন করে এবং টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করেন ওজনপার্ক কোয়ালিটি কেয়ার মেডিসিন পিএলএলসির অন্যতম পরিচালক তরুণ প্রকৌশলী মো. রহমান সায়েম।

[image link=”http://beanibazarnews24.com/wp-content/uploads/2019/08/20190812_190351.jpg” img=”http://beanibazarnews24.com/wp-content/uploads/2019/08/20190812_190351.jpg” caption=”টুর্নামেন্টের চ্যাম্পিয়ন টিম ওজিপি সিক্স ফাইটার্স এর সাথে আয়োজক ও পৃষ্ঠপোষক”]

দিনব্যাপী ১২ টি টিমের মধ্যে তুমুল প্রতিযোগিতাপূর্ণ এবং দর্শকদের জন্য উপভোগ্য খেলা উপহার দেয় সবকটি টিম। ফাইনালে ওজিপি সিক্স ফাইটার্স ১০ রানে সিলেট সিক্সার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ফাইনাল খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন গুলজার আহমেদ আর টুর্নামেন্টের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (এমবিপি) নির্বাচিত হন ইমরান আহমদ দিপু।

[image link=”http://beanibazarnews24.com/wp-content/uploads/2019/08/20190812_190446.jpg” img=”http://beanibazarnews24.com/wp-content/uploads/2019/08/20190812_190446.jpg” caption=”টুর্নামেন্টের রানার্সআপ সিলেট সিক্সার্স এর সাথে আয়োজক ও পৃষ্ঠপোষক”]

খেলা শেষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন কমিটির কর্মকর্তা ও অতিথিরা। এবি মিডিয়া গ্রুপের ফাউন্ডার ও সিইও সাংবাদিক রিজু মোহাম্মদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ প্রকৌশলী, ওজনপার্ক কোয়ালিটি কেয়ার মেডিসিন পিএলএলসির অন্যতম পরিচালক এবং বিয়ানীবাজার উপজেলা থেকে প্রকাশিত ও পরিচালিত এবি মিডিয়া গ্রুপের পরিচালক মো. রহমান সায়েম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাথিউরা সমিতি ইউএসএ’র সাংগঠনিক সম্পাদক রেজাউল আলম অপু, মিম টিভি ইউএসের পরিচালক সুজন আহমেদ, ক্রীড়া সংগঠক ইশতিয়াক আহমেদ রাহি, আহবাব রিফাত, খালেদ খান আয়োজক সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আদনান কবির রাফি, মাহবুবুল মারুফ, রায়হান রহমান, আব্দুল কাদির, জাহিদুর রহমান রুবেল, তামিম উদ্দিন, কুতুব উদ্দিন তপু, হাসান আহমেদ, ইমতিয়াজ আহমেদ, রেজাউল করিম, শাহনাওয়াজ মান্না, সাজিদ খান প্রমুখ।

[image link=”http://beanibazarnews24.com/wp-content/uploads/2019/08/20190812_201217.jpg” img=”http://beanibazarnews24.com/wp-content/uploads/2019/08/20190812_201217.jpg” caption=”টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ওজিপি সিক্স ফাইটার্স এর হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দিচ্ছেন আয়োজক ও পৃষ্ঠপোষক তরুণ প্রকৌশলী মো. রহমান সায়েম”]

প্রধান অতিথি প্রকৌশলী মো. রহমান সায়েম তার বক্তব্যে এরকম উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন তরুণদের মেধা ও মনন বিকাশে খেলাধুলার অত্যন্ত প্রয়োজন। খেলাধুলা তাদেরকে সব ধরনের খারাপ কাজ থেকে বিরত রাখবে সাথে সাথে তাদের স্বাস্থ্য এবং মন দুটোই সতেজ থাকবে। এরকম একটি সুন্দর আয়োজনের জন্য তিনি আয়োজক সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতেও এ ধরনের আয়োজনে তার পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

[image link=”http://beanibazarnews24.com/wp-content/uploads/2019/08/20190812_200952.jpg” img=”http://beanibazarnews24.com/wp-content/uploads/2019/08/20190812_200952.jpg” caption=”টুর্নামেন্টের রানার্সআপ সিলেট সিক্সার্স এর হাতে ট্রফি তুলে দিচ্ছেন আয়োজক ও পৃষ্ঠপোষক তরুণ প্রকৌশলী মো. রহমান সায়েম”]

খেলার আয়োজক লায়ন ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে পৃষ্ঠপোষক ও প্রধান অতিথি প্রকৌশলী মো. রহমান সায়েমের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ। এ সময় তারা ঘোষণা দেন আগামী ২ সেপ্টেম্বর আরেকটি সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের। আগ্রহী টিম সংগঠনের দায়িত্বশীলদের সাথে যোগাযোগ করে টিম নিবন্ধনের অনুরোধ জানান। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার ছিল বিয়ানীবাজার নিউজ ২৪ ও বিয়ানীবাজার এর প্রথম ২৪ ঘন্টার টেলিভিশন এবি টিভি।