ক্রীড়া ডেস্ক। ০৯ ফেব্রুয়ারি ২০১৭।

সফরকারী বাংলাদেশের বিপক্ষে নিজেদের মাটিতে ঐতিহাসিক টেস্টে ফিল্ডিয়ে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতিক ভারতের অধিনায়ক বিরাট কোহলি। খেলতে নেমে তাসকিনের প্রথম ওভারে উইকেটের স্বাদ পান। ২ রানে ১ উইকেট হারায় ভারত। প্রথম সেশন শেষে ১ উইকেট হারিয়ে ৮৬ রান সংগ্রহ করেছে ভারত। পুজারা ৩৮ ও মুরালি বিজয় ৪৩ রান নিয়ে ব্যাট করছেন।

হায়দ্রাবাদে সিরিজের একমাত্র টেস্ট খেলছে দু’দল। ভারতের মাটিতে এটিই বাংলাদেশের প্রথম কোনো দ্বি-পাক্ষিক সিরিজ।স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় খেলা শুরু হয়।

রাজীব গান্ধী স্টেডিয়ামে আজকের ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। এ মাঠে এর আগে তিনটি টেস্ট খেলেছে ভারত। যেখানে একটি ড্রয়ের বিপরীতে দু’টিতে জিতেছে। সর্বশেষ ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনিংস ও ১৩৫ রানে জয় পায় ভারত।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি।

ভারত একাদশ: মুরালি বিজয়, লোকেশ রাহুল, চেতশ্বর পুজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কে রাহানে, করুন নায়ার, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজা, ইশান্ত শর্মা, উমেশ যাদব।