গতমাসে ভারত রফতানি বন্ধের ঘোষণা দেয়ার পর থেকেই চড়া দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। আমদানি করা ভারতীয় পেঁয়াজের কেজির জন্যেও গুনতে হচ্ছে ৯৫-১০০ টাকা। গত কয়েক সপ্তাহে চিকন, মাঝারি ও মোটা সব ধরনের চালের দাম বেড়েছে। মোটা চালের দাম বেড়ে হয়েছে ৪৪ থেকে ৫০ টাকা, যা আগে ছিল ৪২ থেকে ৪৮ টাকা। এদিকে সপ্তাহের ব্যবধানে আলুর দাম কেজিতে ৫ টাকা বেড়েছে।

দীর্ঘদিন ধরেই চড়া দামে বিক্রি হচ্ছে সবজি। চারটি সবজির কেজি বিক্রি হচ্ছে ১০০ টাকার উপরে। বাকি সবজির বেশিরভাগের কেজি বিক্রি হচ্ছে ১০০ টাকার কাছাকাছি। সবজির এমন চড়া বাজারে নতুন করে দাম বেড়েছে কাঁচা মরিচের।

স্থানীয় বৈরাগীবাজার ঘুরে দেখা যায় সব ধরণের মাছের সরবারহ গত সপ্তাহের তুলনায় কিছু দাম কমেছে। তবে বেড়েছে ইলিশের দাম। গত মাস খানেকে থেকে ব্রয়লায়রের বাজার স্থিতিশীল থাকলে, ডিমের দাম আকাশচুম্বী বলছেন পোল্টি ব্যবসায়ীরা।