বিয়ানীবাজার উপজেলার পূর্ব মুড়িয়া হিফজুল কোরআন দাখিল মাদরাসা এমপিওভুক্ত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রাক্তন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে শোকরানা দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) সকাল ১১ টায় মাদরাসার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

পূর্ব মুড়িয়া মাদরাসা হিফজুল কোরআন দাখিল মাদরাসার সুপার মাওলানা ফয়েজ আহমদের সভাপতিত্বে এবং শিক্ষক আব্দুল আহাদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কানাইঘাট মনছুরীয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল প্রফেসর আতাউর রহমান।

বিশেষ অতিথি ছিলেন চারখাই ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদ আলী, বাংলাদেশ শিক্ষক সমিতি বিয়ানীবাজার উপজেলা শাখার সাধারণ সম্পাদক খালেদ আহমদ, বিয়ানীবাজার আওয়ামীলীগ নেতা হুমায়ুন কবীর, সেলিম উদ্দিন আহমদ, বিশিষ্ট মাও. নিজাম উদ্দিন, পূর্ব মুড়িয়া মাদরাসা হিফজুল কোরআন দাখিল মাদরাসার পরিচালনা কমিটির সদস্য ইসলাম উদ্দিন, সুনাম উদ্দিন, মাদরাসার সহ সুপার সালেহ আহমদ, সারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন, মধু চৌধুরী চাইল্ড কেয়ার একাডেমির প্রিন্সিপাল মাও. হারুনুর রশীদ, পূর্ব মুড়িয়া উচ্চ বিদ্যালয়ের অভিবাবক কমিটির সদস্য কয়ছর রশীদ, সাংবাদিক আহমদ রেজা চৌধুরী প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব মুড়িয়া যুবলীগের সভাপতি আব্দুস সামাদ, সমাজসেবক টুনু মিয়া, আব্দুল আহাদ সিদ্দিকী, মাদরাসার শিক্ষক শামছুল ইসলাম, দেলোয়ার হোসাইন, আমির হোসাইন, আব্দুল হাছিব, প্রাক্তন শিক্ষার্থী জামিল আহমদ, পূর্ব মুড়িয়া ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম চৌধুরী শাহিদ, এলাকার মুরব্বীয়ান, যুবকসহ মাদরাসার পাঁচ শতাধিক শিক্ষার্থীবৃন্দ।

সভায় বক্তারা মাদরাসার প্রতিষ্ঠাতা মরহুম হাফিজ ফজলুল হককে স্মরণ করেন।