কিডনী রোগে আক্রান্ত বিয়ানীবাজার উপজেলার জলঢুপ গ্রামের বাসিন্দা ফখর উদ্দিনের চিকিৎসা সহযোগিতায় নগদ ৫০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেছেন বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি পেনসিলভেনিয়া ইনক এর সভাপতি মাশুকুল ইসলাম খান।

৭ সদস্যের পরিবারের একমাত্র উপার্জনকারী ফখর উদ্দিনের চিকিৎসার অর্থ সংকট ও পরিবারের দূরাবস্থার স্বচিত্র প্রতিবেদন প্রচারিত হয় পূর্ব সিলেটের প্রথম ২৪ ঘন্টার টেলিভিশন এবিটিভিতে। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় এই টেলিভিশনে ফখর উদ্দিনের এই চিকিৎসার জন্য অর্থসহায়তার আকুতি হৃদয়ে নাড়া দেয় কালাইউরা গ্রামের সন্তান মাশুকুল ইসলাম খান এর। তার চিকিৎসার জন্য নগদ ৫০ হাজার টাকা প্রদান করেন তিনি।

কিডনী রোগে আক্রান্ত ফখর উদ্দিনের চিকিৎসায় প্রয়োজন প্রবাসীদের সহযোগিতা

বৃহস্পতিবার এই অর্থ সহায়তা ফখর উদ্দিনের কাছে পৌছিয়ে দেন জলঢুপ গ্রামের বিশিষ্ট মুরব্বি প্রাক্তন শিক্ষক আব্দুর রব, জলঢুপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিন, জলঢুপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জাবেদ আহমদ।

এদিকে নগদ এই অর্থসহায়তা পেয়ে মাশুকুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন ফখর উদ্দিনের পরিবার।

বিয়ানীবাজারে বৈদ্যুতিক তার ছিড়ে ৩টি সিএনজি অটোরিক্সায় আগুন, একজন চালক আহত