করোনায় অনেক কিছুর সাথে বদলে গেছে বিয়ানীবাজার পৌরশহরের ইফতার বাজারের চিরাচরিত দৃশ্য। ইফতার সামগ্রীর বিচিত্র পসরা যেমন নেই, তেমনি নেই মানুষের কোলাহল। বিধি নিষেধের কারণে প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজার উপজেলার বেশিরভাগ মানুষ ঘরোয়াভাবেই প্রথম দিনের ইফতার আয়োজন করেছেন।

গেলো বছরের মতো এবছরও করোনার মধ্যেই শুরু হয়েছে মুসলিম সম্প্রদায়ের সিয়াম সাধনার রমজান মাস। সরকার ঘোষিত বিধিনিষেধের কারণে ইফতার বাজারের চেনা দৃশ্য ছিলো না কোথাও। রোজার দিনগুলোতে বিয়ানীবাজারের ইফতারি ও মিষ্টান্ন ভাণ্ডারগুলোতে যে সময় ক্রেতা-বিক্রেতার হাক-ডাকে মুখর থাকে, সেখানে এবছর নেই কোলাহল, নেই বাহারি ইফতারের পসরা।

তবে পৌরশহরের ইফতারি বিক্রি আগের মতো না হলেও উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লার টি-স্টল ও হোটেল্গুলোতে ইফতার কিনতে লোকজনের ভীড় দেখা গেছে। সেখানে ইফতার বেচাকেনায় স্বাস্থ্যবিধি খুব একটা মানা হচ্ছে না।

বিয়ানীবাজার ইয়ুথ এসোসিয়েশন অব জর্জিয়ার উদ্যোগে রমজানের খাদ্য সহায়তা বিতরণ