বিয়ানীবাজার উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্যে দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন শুরু হয়।

রাত ১২টা ১ মিনিটে বিয়ানীবাজার সরকারি কলেজ প্রাঙ্গনের শহিদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বিয়ানীবাজার সরকারি কলেজ কর্তৃপক্ষ। এসময় উপস্থিত ছিলেন পুষ্পার্ঘ্য অর্পনকালে বিয়ানীবাজার সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. তারিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক মো. শহীদুল আলম, প্রশান্ত মৃধা, সহকারি অধ্যাপক মো. আব্দুর রহিম, প্রভাষক আরবাব হোসেন খান প্রমুখ।

বিয়ানীবাজরে চাল-তেল ও ব্রয়লারে অস্বস্তি, তবে সবজিতে স্বস্তি