বিয়ানীবাজারে বৃহস্পতিবার বিকালে নতুন করে ৩জন আক্রান্ত হওয়ার পর এবার আরও ১জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। নতুন আক্রান্ত রোগীর নাম সিকিম বেগম (৪০), তিনি হবিগঞ্জ ফেরত। আক্রান্ত নারী স্বপরিবারে বিয়ানীবাজার পৌরশহরের খাসা শহীদ টিল্লা এলাকার দুদু মিয়া-ফারুক মিয়ার বাড়িতে বসবাস করেন।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আবু ইসহাক আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার বিকালের আক্রান্তরা সকলেই বিয়ানীবাজার পৌর এলাকার বাসিন্দা। তারা হলেন- বিয়ানীবাজার পৌর শহরতলীর সুপাতলার হাজী মউর উদ্দিন (৫৫), একই এলাকায়স্থ ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘসহ (টিএমএমএস) এর কর্মী দেব বর্মন (৩৫) ও বিমান দাস (২৬।

এ নিয়ে বিয়ানীবাজার উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাড়িয়েছে ৩০জন। এর মধ্যে প্রথম শনাক্ত হওয়া ৫জন সুস্থ হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন ১জন। আক্রান্ত অন্যরা শারীরিকভাবে মোটামুটি সুস্থ রয়েছেন। তবে আক্রান্তদের শুধু চারখাই ইউনিয়নের দত্তগ্রামের আয়াছ আলী সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া অন্য সকল রোগীদেরকে নিজেদের বাড়িতে হোম আইসোলেশনে রেখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মোতাবেক চিকিৎসা দিচ্ছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বশীলরা।