উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ১৭ জুলাই প্রকাশিত হবে। ওইদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের সার-সংক্ষেপ তুলে দেয়ার মাধ্যমে ফল প্রকাশের প্রক্রিয়া শুরু হবে। গত এপ্রিলে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় বিয়ানীবাজার সরকারি কলেজ কেন্দ্রে অংশ নেয় উপজেলার ৬টি কলেজের ২৬৯১জন শিক্ষার্থী।

১৭ জুলাই বেলা ২টায় আনুষ্ঠানিকভাবে দেশের সকল কলেজ-মাদ্রাসা, এসএমএস ও অনলাইনে ফল জানা যাবে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ১ এপ্রিল। আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিলেন ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন। এর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে শুধু এইচএসসি পরীক্ষার্থী ছিলেন ১১ লাখ ৩৮ হাজার ৭৪৭ জন।