উড্ডয়নরত অবস্থায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মৃত্যুবরণকারী যাত্রী বৃটিশ নাগরিক বিয়ানীবাজারের এনাউল কাদের চৌধুরী (ইন্নালিল্লাহি… রাজিউন)।

মৃত্যবরণকারী বৃটিশ নাগরিক এনাউল হক চৌধুরী বিলেতের পরিচিত সাংবাদিক লন্ডন বাংলা প্রেসক্লাব’র সদস্য আব্দুল কাদির চৌধুরী মুরাদের বড় ভাই ৷

এনাউল কাদের চৌধুরী সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাইয়ের (দলইর বাড়ী) অধিবাসী, বর্তমানে পূর্ব লন্ডনের পপলারের বসবাস করেন ৷ মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার সন্তান সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন৷ তিনি বিয়ানীবাজারে বর্তমানে বিনিয়োগ করার কারনে প্রায়শই দেশে যাওয়া-আসা করতেন৷

জানা যায়, বুধবার বিমানটি (ফ্লাইট নম্বর বিজি-০০১) যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে ঢাকা হযরত শাহজালাল(র.) বিমানবন্দর ত্যাগ করে। এ সময় বিমানের যাত্রীদের মধ্যে ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও সংসদ সদস্য আব্দুল শহিদ এমপি। তিনি জানান, বিমানটি হিথ্রো এয়ারপোর্টের টার্মিনাল ফোর-এ নামার কথা ছিল। বিমানটি ভৌগোলিক আকাশ সীমানা আনুমানিক আফগানিস্তানে আকাশে উড্ডয়নরত অবস্থায় এনাউল কাদের অসুস্থ হয়ে পড়েন। পরে বিমান কর্তৃপক্ষ নিশ্চিত করে যে, যাত্রী মৃত্যবরণ করেছেন ।

পারিবারিকসূত্রে জানা যায়, হিথ্রো এয়ারপোর্ট থেকে লাশ গ্রহনের পর ইস্ট লন্ডনে জানাযার পর দেশের বাড়ি সিলেটের বিয়ানীবাজারে নিয়ে আসা হবে। পরে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে ৷