বিয়ানীবাজারে নেই পাবলিক বিনোদনের কোন জায়গা। তাই ঈদ কিংবা উৎসবে দর্শনার্থিরা বেচে নেন আশপাশের ব্যক্তিগত উদ্যোগে স্থাপিত এক চিলতে পর্যটন কেন্দ্র। এই ঈদের তেমনি একটি পর্যটন কেন্দ্র বিয়ানীবাজারের বাবার বাড়িতে ঈদের দিন থেকে ঢল নামে দর্শনার্থিদের।
পরিবার কিংবা বন্দুদের নিয়ে প্রাকৃতিকভাবে সাজানো বাবারবাড়িতে দল বেঁধে বেড়াতে আসছেন দর্শনার্থিরা। ঈদের আনন্দ উদযাপন করছেন সবার সাথে। এরকম পরিবেশে আনন্দ উদযাপন করতে পেরে সবাই খুবই খুশি

পরিবার নিয়ে বাবার বাড়ির প্রতি কর্ণার চষে বেড়িয়েছেন ঘরতে আসা দর্শনার্থিরা। নারী পুরুষ, তরুণ তরুণীর সাথে ছোট্ট শিশুরাও মেতে উঠে আনন্দ হিল্লোলে। বিশেষ করে ফ্রি প্রবেশ সুবিধা পাওয়ায় বাবার বাড়ির দায়িত্বশীলদের ধন্যবাদ জানান দর্শনার্থিরা। এতে ঈদের আনন্দ কয়েকগুণ বেশি হয়ে দাবি তাদের।
দর্শনার্থিদের পর্যাপ্ত নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরাসহ সার্বক্ষণিক নিরাপত্তা দেয়া হচ্ছে জানিয়ে দায়িত্বশীলরা বলেন, বাবার বাড়ির মনোরম পরিবেশে যেমন দর্শনার্থিরা ঘুরে বেড়াচ্ছেন একইভাবে প্রবাসীরা পারিবারিক উৎসব আয়োজনে বাবার বাড়ি ভাড়া করতে পারবেন এবং সাবলেটও থাকতে পারবেন। গায়ে হলুদ, বিয়ে, ওয়ালিমাসহ যে কোন সামাজিক অনুষ্ঠানের জন্য হলভাড়াসহ মাস ভিত্তিক বাসা দেয়ার ব্যবস্থা রয়েছে বাবার বাড়িতে।
ঈদ এলেই পারিবারিক আনন্দের মাত্রা কয়েকগুণ বেড়ে যায়। আর সে আনন্দ পরিপূর্ণতা লাভ করে কোন বিনোদন স্পটে সবার সাথে বেড়াতে গেলে। বিয়ানীবাজারে সেরকম বিনোদন কেন্দ্রের অভাব থাকলেও বাবারবাড়িসহ ব্যক্তিগত পর্যটন কেন্দ্রগুলো সে খোরাক মেটাচ্ছে।